“টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫” এ পুরস্কার জিতল তৌফিক এলাহী নির্মিত সিনেমা নীল পদ্ম ।রুনা খান অভিনীত সিনেমাটি উৎসবে “বেস্ট ফিচার” ফিল্মের পুরস্কার অর্জন করে।



নির্মাতা তৌফিক এলাহী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন “নীলপদ্ম” আমাদের গবেষণাধর্মী একটি নির্মাণ। অনেক পরিশ্রম করেছে সিনেমাটি নিয়ে একটি দল। এটি নীলপদ্মর প্রথম সম্মান এ সম্মান শুধু আমার একার নয় ,এ সিনেমার শিল্পী কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আই স্ক্রীন সহ সংশ্লিষ্ট সবার ।
পুরষ্কার পাওয়া নিয়ে রুনা খান বলেন ,যেকোনো স্বীকৃতি আনন্দের আমার অভিনীত “নীলপদ্ন” জাপানে পুরস্কৃত হয়েছে শুনে খুব ভালো লাগছে। কাজের স্বীকৃতি কাজের ব্যাপারে আনন্দ আরও বাড়িয়ে দেয় ।এ সাফল্যের কৃতিত্ব আমার নয় পুরো টিমের। সবার সহযোগিতায় ভালো একটি কাজ উপহার পেয়েছে দর্শক ।
এই সিনেমাটিতে রুনা খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন অপু ,রোকেয়া প্রাচী, সুরজিৎ ,শিমুল ,শাহেদ আলী ,একে আজাদ সেতু সহ প্রমুখ ।
দৌলতদিয়া যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি নিউইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবেও প্রিমিয়ার হয়েছিল।
চলতি বছরে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এই সিনেমাটি। দর্শকদের বেশ প্রশংসাও পেয়েছে এই সিনেমাটি।
ছবি – সংগৃহীত

