বিচ্ছেদের পরবর্তী সময় কেমন ভাবে পার করছেন তা নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে রাফিয়াত রশিদ মিথিলা বিচ্ছেদের সময়কার কিছু ব্যক্তিগত কথা শেয়ার করেছেন দর্শকদের মাঝে ।

বিচ্ছেদের পর প্রাথমিক সময়ে রীতিমতো সিঙ্গেল মা তে পরিণত হন মিথিলা ।যে সময়টা ছিল তার জন্য খুবই চ্যালেঞ্জিং তা নিয়েই কথা বলেছেন মিথিলা ।
মিথিলা বলেন , মাতৃত্ব সহজ কিছু না । আইরা তার বাবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ।
সব সময় ও যায় একসঙ্গে বেড়াতে যাচ্ছে ,বাইরে যাচ্ছে কিংবা মাঝে মাঝে থেকেও যায় একসাথে ।তার মানে এই না যে শুধু আমিই আছি ওর বাবাও আইরার অনেক টা জুড়ে রয়েছে।
সে দিক থেকে আয়রা বাবার ভালোবাসা মিস করেনি এখনো আমরা কোপ্যারেন্টিং করে যাচ্ছি ।

মিথিলা জানান একজন সিঙ্গেল মাদার হিসেবে সবচেয়ে কঠিন মুহুর্ত হচ্ছে ,আমাদের যখন বিচ্ছেদ ঘটে তখন আয়রার বয়স এক দেড় বছর ছিল ,তার মানে খুবই ছোট ,তার সাথে তখন আমাদের পাবলিসিটি ,সমাজ ,ফ্যামিলি ,সবার সাথে ইনভল্ভমেন্ট, এটা সেটা কিভাবে হ্যান্ডেল করব এগুলোই নিয়ে বেশী ভাবতে হতো তা ছিল খুবই চ্যালেঞ্জিং এবং খুব কঠিন সময়।


তবে ঠিক , বাবা ও মায়ের সাথে আইরাকে প্রায়ই দেখা যায় ,তারা একসাথে সময় ব্যয় করছে তাদের সন্তানের সাথে।
Source – Manabzamin , Images – Collected
