রেদওয়ান রনির “দম” সিনেমাতে একসাথে হতে যাচ্ছে নিশো ও চঞ্চল চৌধুরি

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’ নিয়ে । সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে (২০২৬)।

এর আগে একসঙ্গে কাজ না করলেও নাট্যজগতের দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে আসছেন রূপালি পর্দায়। আফরান নিশো বলেন, ‘দম’ একটি সার্ভাইভাল ইনস্পিরেশনাল সিনেমা। এমন গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য চ্যালেঞ্জিং এবং আনন্দের।এখানে পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।


নিশো আরো বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগি গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ও তার ব্যতিক্রম কিছু না।

অন্যদিকে, চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি সিনেমা পরিচালনায় ফিরছেন, এটাই তো আনন্দের। ‘দম’-এর গল্প ভীষণ শক্তিশালী ও চমকপ্রদ। এ ধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ করিনি।দারুণ একটা গল্প, নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। একজন সাধারণ মানুষের ক্ষমতার থিম নিয়ে গল্পটি এগিয়েছে। এমন একটি গল্প অনেকদিন ধরে খুঁজছিলাম। ২০১২ সালে ‘চোরাবালি’ দিয়ে সিনেমায় অভিষেকের পর এটাই রনির তৃতীয় চলচ্চিত্র।

রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। এসভিএফ আলফা-আইর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘দম’ হচ্ছে আমাদের পরবর্তী বড় আয়োজন। সুড়ঙ্গ, তুফান, দাগির পর দর্শকের প্রত্যাশা পূরণে আমরা গল্প ও প্রোডাকশনে কোনো ছাড় দিচ্ছি না।

সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন বা শুটিং কোথায় হবে- তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। রেদওয়ান রনি জানান, “শিল্পী নির্বাচন ও লোকেশন ফাইনাল করার কাজ চলছে। দর্শকের আগ্রহে আমরা কৃতজ্ঞ। সময়মতো সব জানানো হবে।”

এবার দেখার পালা, ‘দম’ দিয়ে বড়পর্দায় কী নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য।

News – Internet , Images – Collected

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *