গত ২৭শে জুন চলে গেছেন জনপ্রিয় মডেল সঙ্গীত শিল্পী শেফালী জারিওয়ালা। তার মৃত্যুর পরে ভেঙ্গে পড়েছিলেন তার স্বামী পরাগ ত্যাগি । অশ্রুসিক্ত চোখে বারবার ফটোগ্রাফার দের ক্যামেরায় ধরা পড়েছিলেন তিনি । তা থেকেও চলেছে আলোচনা সমালোচনা।

এবার তিনি শেফালির সঙ্গে ছবিগুচ্ছ শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট করেন পরাগ ত্যাগি।
আজ রবিবার সকালে শেফালীকেই প্রত্যেক জনমে স্ত্রী হিসেবে পেতে চান বলে লিখেছেন । শেফালী সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন
“তুমি যতবার জন্মাবে ,আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব ।
প্রতিবার তোমাকেই ভালোবাসবো, তোমাকে শুধু ভালবেসে যাব।”


পরাগের এই পোস্ট দেখে আবেগঘন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। কিছুদিন আগেও স্ত্রীকে আরো একটি পোস্ট করেছিলেন তিনি লিখেছিলেন “কাটা লাগা”র জন্য চিরকাল মনে রাখা হবে তাকে কিন্তু ওকে আমরা যেভাবে দেখেছি তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওর । মাধুর্য দিয়ে মোড়া এক অগ্নি শিখা ছিল এবং নিজের লক্ষ্যে অবিচল।

বন্ধুদের মাঝেও খুব প্রিয় ছিল শেফালী জারিওয়ালা । ওর সৌন্দর্যে সবাইকে আলোকিত করত ,সবাইকে মাতিয়ে রাখত্, তার জীবন যাপনে প্রেরণা জগত সবাইকে।
মৃত্যুর এতদিন পরেও এখনো রহস্য উন্মোচনে কোনো সূরাহা করতে পারেনি তদন্ত কমিটি।
খবর – টাইমস অব ইন্ডিয়া , ছবি – সংগ্রহীত
