নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম ঠিকানায় উপস্থাপক হিসেবে চিত্রনায়ক জায়েদ খানের অভিষেক হচ্ছে।
প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখেছেন জায়েদ খান । এই অনুষ্ঠানের নাম ” ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। প্রতি শুক্রবার রাতে জায়েদ খান দর্শকদের সামনে হাজির হবেন ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে ।

প্রথম পর্বে অতিথি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রচারিত হবে।
টকশো সঞ্চালনায় নিজের অভিষেক প্রসঙ্গে নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ইত্তেফাক কে জানান ,এটা আমার জন্য এক নতুন যাত্রা । আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই যেখানে আমাদের সেই গল্পগুলো উঠে আসবে যেগুলো বাস্তব ,অনুপ্রেরণায়ক এবং চেতনাকে নাড়া দেয়ার মত।
বর্তমানে জায়েদ খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং হলিউডে সিনেমা করার বিষয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তিনি ।

বলা দরকার “মুজিব একটি জাতির উপকার” ছবিতে টিক্কা খানএর চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ খান। মাত্র কয়েক সেকেন্ড পর্দায় দেখা গিয়েছিল তাকে । এরপর আর কোন সিনেমাতে তাকে দেখা যায় নি।
বরাবরই তিনি ভাইরাল বিষয় নিয়ে আলোচনায় থেকেছেন সবসময়। পরবর্তীতে ৫ই আগস্টের পরে তাকে নিউইয়র্কে দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট এর মাধ্যমে।।
সাম্প্রতিক কিছু ছবিতে তাকে বডি বিল্ডিং করতেও দেখা যায়। শোনা যাচ্ছে হলিউড অভিনয়ে করার জন্য তার শরীরকে তিনি তৈরি করছেন।

ঠিকানায় জায়েদ খানের উপস্থাপনা দেখার জন্য দর্শকরা গভীর আগ্রহে অপেক্ষা করছে।
তথ্যসূত্র – দৈনিক ইত্তেফাক , ছবি – সংগৃহীত
