দীপিকা কে কেন খোঁচা মারলেন রাশমিকা ?

শারীরিক ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে বলিউডের অনেকে যখন ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না জানিয়েছেন, ঠিক তখনই রাশমিকা মান্দানার মুখে শোনা গেল ভিন্ন কথা। জানালেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ১২ ঘণ্টার কাজ করতে প্রস্তুত এই অভিনেত্রী। রাশমিকার কথায়, কাউকে খুশি করতে নয়, বরং সিনেমার স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত।

রাশমিকা মান্দানা ও দীপিকা পাদুকোন । ছবি – সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, পেশা এবং ব্যক্তিজীবনের যথাযথ ভারসাম্য রক্ষা করতে কাজের সময় বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন।

এবার কাজের বিষয়ে সময় বেঁধে দেওয়া নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সদ্য বলিউডে আসা অভিনেত্রী রাশমিকা মান্দানা। অকপটে বলেছেন, ‘৮ কেন, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারি।’

রাশমিকা বলেন, ‘গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। ছবিতে সই করার আগেই এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মান আটঘণ্টা কাজ করতাম।
কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাও করেছি; মনে হয় যেন ১২ ঘণ্টা না, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি।

রাশমিকার এমন মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই। নেটিজেনদের অনেকে বলছেন, রাশমিকা তাঁর এই কথার মধ্য দিয়ে আসলে দীপিকাকেই খোঁচা দিয়েছেন। কারণ একটাই, যে নির্মাতা তাঁর ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকাকে বাদ দিয়েছেন, সেই সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে রাশমিকার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।
বাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন রাশমিকা।

মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। মা হওয়ার পর নিজের ক্যারিয়ার নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না তিনি। চাইছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে সামঞ্জস্য নিয়ে আসতে। সে কারণে বিগ বাজেটের সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টিও সহজভাবে মেনে নিয়েছেন।

আরও জানা যায়,, সন্দীপ রেড্ডি বঙ্গার আপকামিং সিনেমা ‘স্পিরিট’-এ নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। এই মুহূর্তে তাঁর কাছে মেয়েকে বড় করাই অগ্রাধিকার।৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। তা মানতে নারাজ পরিচালক ও টিম। ফলে এই প্রজেক্ট থেক বাদ পড়তে হয় দীপিকাকে। তাঁর জায়গায় বেছে নেওয়া হয়েছে বলিউডের আরেক নজরকাড়া উঠতি অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে।

News – Collected

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *