“বুম বুম তেল আবিব” গানটির উপর ইহুদিবাদিরা এত ক্ষেপলো কেন?

ইসরাইলি দখলদার গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয় ইরানের প্রতিশোধ মূলক হামলার পর বুম বুম তেল আবিব নামে একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং এই গানটি অনেক জনপ্রিয়তা পায়।

Boom Boom Tel Abib , Image- Collected

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পারস টুডে তে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইজরাইলি শাসকগোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার পর ইন্টারনেট এ প্রকাশিত গানটি ২৪ ঘন্টার কম সময়ে ৫৭৭ মিলিয়ন ভিউ পেয়েছে ।

বর্তমানে ইউটিউবে অরিজিনাল গানটি না পাওয়া গেলেও বিভিন্ন চ্যানেলে কপি ভার্সনটি রয়েছে যা এখনো তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।

সংবাদ এ আরো বলা হয়েছে এই গানের কথা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে । গানের বিষয়বস্তুতে ইহুদিবাদী শাসক দখলদার গোষ্ঠীর প্রতারণামূলক আচরণ, বেসামরিক নাগরিক হত্যার এবং নিরীহ মানুষের বিরুদ্ধে বিশেষ করে গাজায় ইসরাইলি অপরাধের উপর জোর দেওয়া হয়েছে ।
গানের গীতিকার বিশ্বাস করেন ,এটি ইসরাইল যে রক্তপাত চালিয়েছে তার কর্মের ফল এবং এখন তার মন্দ কাজের ফলাফল দেখার সময় এসেছে।

Iran Attacks Tel Abib , Image - Collected

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই গানটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন একজন লিখেছেন “বুমবুম তেল আবিব গানটি একটি শক্তিশালী বার্তা এমন একটি কণ্ঠস্বর যা অন্যায়ের মুখে থাকা মানুষের অনুভূতি প্রতিফলিত করে এর কথাগুলো অনেক আকর্ষণীয় এবং আবেগপূর্ণ।

গানটির গায়ক ও সংগীত প্রযোজক আমেরিকান ইতালি ও নাগরিক লুকাস গেজ এক্সে বলেছেন ,ইহুদিবাদীরা এই গানটি প্রায় পুরো ইন্টারনেট থেকে মুছে ফেলেছে। লুকাস সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত পেজ এ বলেছেন যে ,মার্কিনিরা চায় না যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নামুক ।
তিনি আরো জোর দিয়ে বলেন , মার্কিন নাগরিকেরা সর্বদা যুদ্ধের বিরুদ্ধে। ইরান কখনো আমাদের প্রেসিডেন্টদের হত্যা করেনি ইরান কখনো আমাদের কর্মীদের ধ্বংস করেনি ইরান কখনো আমাদের যুদ্ধের আমার জন্য প্রতারণা করেনি কিন্তু ইসরাইল এই কাজগুলো সবসময় করেছে

News – Ittefaq , Images – Collected

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *