মার্কিন ভিসা প্রত্যাখ্যান হতে পারে সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে

ঢাকার মার্কিন দূতাবাস থেকে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাস এর বার্তাটি হল, এফএম অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য।

বৃহস্পতিবার ১০ই জুলাই ২০২৫ ,দূতাবাসের ফেসবুক পেজ থেকে ভিসা সংক্রান্ত এই তথ্যটি শেয়ার করা হয়েছে । সেখানে উল্লেখ করা হয় ,

ভিসা আবেদনকারীদের ডিএস ১৬০ ভিসা আবেদন ফরমে গত 5 বছরে ব্যবহারিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক ।আবেদনকারীরা তাদের আবেদন পত্রের দেওয়া সব তথ্য সঠিক ও সত্য সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করে জমা দিতে হবে । সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে ।


বলা দরকার , যারা আমেরিকা যাওয়ার জন্য আবেদন করতে চান তাদেরকে গত পাঁচ বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল ব্যবহারকারী নাম ,আইডি সকল তথ্য আবেদনের সময় উল্লেখ করতে হবে । সেক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান আপনি বিগত পাঁচ বছরে যে সকল আইডি আপনি ব্যবহার করেছেন সবগুলোর তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে ।অন্যথায় বিচার সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে ভিসা নাও পেতে পারেন ।

খবর – ইত্তেফাক , ছবি- দেশি গ্ল্যাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *