নেপোটিজিয়ামের তকমা ছাড়া সুশান্ত সিং রাজপুতের মতোই কি পরিণতি হবে কার্তিক আরিয়ানের? অনেক বড় প্রশ্ন ??
পরপর বেশ কিছু ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন কার্তিক আরিয়ান । বলিউডে বহিরাগত হয়েও তিনি নিজের কাজ দিয়ে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন ।

সেজন্যই তার অবস্থাও একদিন সুশান্ত সিং রাজপুতের মতই হবে বলে আশংখা করছেন তার অনুরাগিরা।ইতিমধ্যেই বলিউড থেকে তাকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আমাল মালিক।
আমাল মালিক সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন সম্প্রতি কার্তিককে বলিউড থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে বলিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রযোজকেরা ।
আমালের এই অভিযোগে আশঙ্কার মধ্যে পড়েছেন কার্তিকের অনুরাগীরা।
বলিউডের অন্ধকার দিক নিয়ে বেশ কিছু বিষয় ফাঁশ করেছেন তিনি। এই জগতের আসল রূপ মানুষের কাছে অনেকটাই পরিষ্কার এ জগত এতই অন্ধকার যে একজন মানুষের জীবনটাই থাকলো না
সুজন সিং রাজপুত এই অন্ধকার জগত থেকে সামাল দিয়ে উঠতে পারেনি কেউ বলে তিনি আত্মঘাতী হয়েছেন কেউ বলে তাকে খুন করা হয়েছে যেটাই হোক মানুষটা চলে গেলেন।

\কার্তিকের সম্পর্কে আমাল আরো বলেন ,কার্তিক ও বাইরে থেকে এসে নিজের জায়গা তৈরি করেছেন বহু সফল ছবি রয়েছে তার তাই ওকেও তাড়ানোর ষড়যন্ত্র চলছে সবাই ক্ষমতার লড়াই করছে বড় বড় অভিনেতারা এইসব করে।
তথ্যসুত্র – আনন্দবাজার , ছবি- সংগৃহীত

