ছোটপর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’-তে গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন মেগাস্টার শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।

এই সিনেমায় শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার-কে। সূত্র বলছে, মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ, তার সিডিউলও নিশ্চিত। সিনেমাটিতে আরও অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধজগতের বাস্তব চিত্র, যেখানে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে , কেমন হতে যাচ্ছে কালা জাহান্গীর এর ভুমিকায় শাকিব খানকে।
এ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে।
Images : Collected
