শেফালীর মৃত্যু নিয়ে রহস্য , তদন্তেও মেলেনি কারন

না ফেরার দেশে চলে গেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী শেফালী জারিওয়ালা।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর । “কাটা লাগা” গানে পারফরম্যান্স করে যিনি একসময় রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ।

শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী ।সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু ঘিরে দেখা দিয়েছেন নানাধরনের প্রশ্ন বলিউড পাড়ায়।
প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও মুম্বাই পুলিশ জানিয়েছে , বিষয়টি পুরোপুরি এখন ও স্পষ্ট হয় নি তবে মনে তদন্তের পরেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে

অনেক ধোঁয়াশা এ জন্য ফরেনসিক টিম পাঠানো হয় তার বাসায়।
ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয় শুক্রবার দিবাগত রাত ১ঃ০০ টায় ময়নাতদন্ত শেষ হয় এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হয়নি পুলিশ।
পুলিশের আরো একজন কর্মকর্তা বলেন, রিপোর্টে হৃদরোগের কথা বলা হলেও আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি । প্রয়োজনে টক্সিকোলজি রিপোর্ট ও অতিরিক্ত ফরেনসিক বিশ্লেষণ ও করা হবে বলে জানিয়েছে সে পুলিশ।

কাছের মানুষদের কাছ থেকে খবর নিয়ে জানা গেছে ,শেফালী দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও মৃগী রোগে ভুগছিলেন ।ছোটবেলা থেকেই তার বিভিন্ন ধরনের নানাবিধ শারীরিক সমস্যা ছিল বলে পরিবারসুত্রে জানা গেছে।
এতকিছুর পরেও স্বাস্থ্যগত সমস্যার বাইরে মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে ।অভিনেত্রী মৃত্যুর খবরে বলিউড অঙ্গনের শোকের ছায়া নেমে এসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ভক্ত ও শুভানু দায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানায়।

Picture – Collected

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *